ইউক্রেন-রাশিয়ার মতোই যুদ্ধ হয়েছে এই (সাধারণ সম্পাদকের) চেয়ার নিয়ে। এমন মন্তব্য করেছেন অভিনেতা জায়েদ খান।
বুধবার (২ মার্চ) জায়েদ খানকে বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির (বিএফএএ) সাধারণ সম্পাদক পদে থাকার রায় দিয়েছেন হাইকোর্ট। সাধারণ সম্পাদকের চেয়ারে বসার পর তিনি সাংবাদিকদের এ কথা বলেন।
এ সময় তিনি বলেন, ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের মতোই এই চেয়ার নিয়ে যুদ্ধ হয়েছে। আমি খুবই মর্মাহত। এটা যুদ্ধ নয় এটা নোংরামি। আমি আশা করি এটার অবসান হোক। আমাদের সংগঠনে যারা আছেন তাদের প্রতি ভালোবাসা। আমাদের পর করে দেবেন না। আসুন আমরা একসাথেই কাজ করি। আমরা আপনাদেরই সন্তান, আপনাদেরই ভালোবাসার মানুষ। আমার কোনো ভুলত্রুটি থাকলে সিনিয়ররা ডেকে বলবেন।
তিনি আরও বলেন, ইউক্রেন-রাশিয়ার কথা বলবো, আমরা যুদ্ধ চাই না শান্তি চাই। উই ওয়ান্ট পিস। অনেক মানুষ মরছে, বেসামরিক স্থাপনায় হামলা হচ্ছে, অনেক কষ্ট লাগছে। আমরা এটা চাই না। আমরা চাই এই যুদ্ধ বন্ধ হোক, বিশ্বব্যাপী শান্তি ছড়িয়ে পড়ুক।
আরও পড়ুন: অনেক ভক্তই আজকে আমার জন্য রোজা রেখেছেন, নামাজ পড়েছেন: জায়েদ খান
ইউএইচ/
Leave a reply