পাকিস্তানে জুমার নামাজের সময় মসজিদে বোমা বিস্ফোরণ, নিহত ৩০

|

ছবি: সংগৃহীত

শুক্রবার (৪ মার্চ) পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর পেশোয়ারে একটি শিয়া মসজিদে জুমার নামাজের সময় শক্তিশালী বোমা বিস্ফোরণে ৩০ জনেরও বেশি নিহত এবং কয়েক ডজন আহত হয়েছেন।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, আহতদের মধ্যে অনেকের অবস্থা গুরুতর। স্থানীয় পুলিশ কর্মকর্তা ওয়াহেদ খান জানিয়েছেন, পেশোয়ারের পুরনো শহরের কুচা রিসালদার মসজিদে জুমার নামাজের জন্য মুসল্লিরা জড়ো হওয়ার সময় বিস্ফোরণ ঘটে।

এখনো কেউ বিস্ফোরণের দায় স্বীকার করেনি। তবে কিছুদিন আগে দায়েশ গ্রুপ এবং একটি সহিংস পাকিস্তানি তালেবান সংগঠন উভয়ই আফগানিস্তানের সীমান্তের কাছে অবস্থিত এই অঞ্চলে একই ধরনের হামলা চালিয়েছিল।

শায়ান হায়দার নামে একজন প্রত্যক্ষদর্শী বলেন, তিনি যখন মসজিদে প্রবেশের প্রস্তুতি নিচ্ছিলেন তখন একটি শক্তিশালী বিস্ফোরণে তিনি রাস্তায় ছিটকে পড়েন। আমি যখন চোখ খুললাম তখন সামনে প্রচুর ধোয়া ও তার ভেতর রাস্তায় পড়ে থাকা কিছু মৃতদেহ দেখতে পাই।

লেডি রিডিং হাসপাতালের জরুরী বিভাগের ডাক্তাররা বলেন, অনেক আহতকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়েছে।

এই হামলার তীব্র নিন্দা জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply