ইউক্রেন ভূখণ্ডে রুশ হামলা ও আগ্রাসনে ১০ লাখ ছাঁড়ালো শরণার্থীর সংখ্যা। বৃহস্পতিবার (৩ মার্চ) এ তথ্য প্রকাশ করে জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআর।
সংস্থাটির বিবৃতিতে বলা হয়, এক সপ্তাহের কম সময়ে দেশটির দুই শতাংশের বেশি জনসংখ্যা দেশত্যাগে বাধ্য হয়েছেন। এর মাঝে, সর্বোচ্চ সাড়ে ৫ লাখের মতো মানুষ ঢুকেছে প্রতিবেশী পোল্যান্ডে। তাদের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র এবং চিকিৎসা সেবার ব্যবস্থা করেছে পোলিশ সরকার।
এরপরই, হাঙ্গেরিতে আশ্রয় নিয়েছেন এক লাখ ৪০ হাজারের মতো শরণার্থী। তাছাড়া, মলদোভায় লাখের কাছাকাছি ইউক্রেনীয় ঠাঁই নিয়েছেন। স্লোভাকিয়ায় ৭২ হাজারের বেশি এবং অন্যান্য ইউরোপীয় দেশগুলোয় ৮৮ হাজারের ওপর মানুষ আশ্রয় নেন। চলমান রুশ আগ্রাসনে, শরণার্থীর এই সংখ্যা আরও বাড়বে, এমন শঙ্কার কথাই প্রকাশ করেছে জাতিসংঘ।
আরও পড়ুন: ‘মানচিত্র থেকে ইউক্রেনকে মুছে দিতে গণবিধ্বংসী অভিযান চালাচ্ছে রাশিয়া’
Leave a reply