রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চায় সৌদি আরব

|

রুশ-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতা করতে চায় সৌদি আরব। সিএনএনের খবর বলছে, দেশটির যুবরাজ মোহাম্মদ বিন সালমান বৃহস্পতিবার (৩ মার্চ) স্বয়ং এমন আগ্রহের কথা জানিয়েছেন।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইউক্রেনের রাষ্ট্রপ্রধান ভোলোদিমির জেলেনস্কির সাথে পৃথকভাবে টেলিফোনে কথা বলেছেন তিনি। তদের সাথে আলোচনায় রাজনৈতিকভাবে সংকট সমাধানের ওপর জোর দেন যুবরাজ। আরব নিউজের একটি প্রতিবেদনে বলা হয়, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন এবং ইউক্রেন সংকট নিয়ে সৌদি আরবের অবস্থান ব্যাখ্যা করেছেন যুবরাজ। তিনি জানিয়েছেন, পরিস্থিতি মোকাবেলা ও নিরাপত্তা এবং স্থিতিশীলতা অর্জনের লক্ষ্যে একটি রাজনৈতিক সমাধানকে সমর্থন করে রিয়াদ। এসময় তিনি আশ্বস্ত করেন, সৌদি আরবে আটকে যাওয়া ইউক্রেনের পর্যটকদের ভিসার মেয়াদ আরও ৩ মাস বৃদ্ধি করবে সরকার।

এছাড়া বৃহস্পতিবার সংবাদমাধ্যম দ্য আটলান্টিককে দেয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে তার কোনো ভুল বোঝাবুঝি আছে কিনা জানতে চাইলে তিনি জানান, বাইডেন তাকে ভুল বুঝলে তাতে তার কিছুই যায় আসে না। বরং সৌদি আরবের অভ্যন্তরীণ বিষয়ে বাইডেনকে নাক না গলানোর জন্য হুঁশিয়ারি দেন তিনি।

ক্রাউন প্রিন্স বলেন, বাইডেনের যুক্তরাষ্ট্রের স্বার্থের বিষয়েই ভাবা উচিত। তবে যুক্তরাষ্ট্রকে নিয়ে কিছু বলার অধিকার আমাদের নেই। একই বিষয় অন্যদের জন্যও প্রযোজ্য।

মূলত, সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাথে বেশ সুসম্পর্ক থাকলেও বর্তমান প্রেসিডেন্ট জো বাইডেনের সাথে সৌদি প্রিন্সের সম্পর্ক ভালো নেই বলে গুঞ্জন রয়েছে। ক্ষমতা গ্রহণের পর থেকে বাইডেন প্রিন্স সালমানের বাবা কিং সালমানের সাথে কথা বললেও সরাসরি ক্রাউন প্রিন্সের সাথে কোনো চুক্তিতে যেতে অস্বীকৃতি জানিয়েছেন।

তবে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের এ পর্যায়ে ব্যবসা ও রাজনৈতিকভাবে সৌদি আরব বেশ গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। সেই সুবাদেই বৃহস্পতিবার সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে ফোন করেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের ‍প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply