পুতিনের মাথার দাম ১ মিলিয়ন ডলার!

|

ছবি: সংগৃহীত

চলমান রাশিয়া-ইউক্রেন সংঘর্ষ নিয়ে উত্তেজনা সারা বিশ্বে। বর্তমানে সকলের আলোচনার কেন্দ্রবিন্দুতে এই সংঘর্ষ। সরব হয়েছে সমগ্র বিশ্ব। নানা ধরনের নিষেধাজ্ঞা দেয়া হচ্ছে রাশিয়ার ওপর। এরমধ্যে আলোচনায় এসেছেন রুশ এক ব্যবসায়ী।

জেরুজালেম পোস্টের এক প্রতিবেদনে বলা হয়, বুধবার (২ মার্চ) পুতিনকে অপরাধী আখ্যা দিয়ে তার মাথার দাম ঘোষণা করেছেন এক ব্যবসায়ী। জীবিত অথবা মৃত পুতিনকে তার সামনে দেখতে চেয়ে বিজ্ঞাপন দেন রুশ এই ব্যবসায়ী। পুতিনের মাথার দাম ঘোষণা করেছেন ১ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৮ কোটি টাকার বেশি।

ব্যবসায়ীর নাম অ্যালেক্স কোনানিখিন সামাজিক যোগাযোগমাধ্যমে পুতিনের মাথার দাম ঘোষণা করে পোস্ট দেন। তিনি এই প্রস্তাবকে তার নৈতিক দায়িত্ব বলে মনে করছেন। পোস্টে কোনানিখিন লেখেন, আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি ওই কর্মকর্তাকে ১ লাখ মার্কিন ডলার দেবো, যারা তাদের সাংবিধানিক দায়িত্ব পালন করে পুতিনকে রুশ ও আন্তর্জাতিক আইনের অধীনে যুদ্ধাপরাধী হিসেবে গ্রেফতার করবে।

কোনানিখিন আরও লেখেন, পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট নন, কারণ তিনি রাশিয়ায় বিশেষ অভিযানের ফলে ক্ষমতায় এসেছিলেন। তারপর অবাধ নির্বাচন বাতিল করে এবং তার বিরোধীদের হত্যা করে সংবিধান লঙ্ঘন করেছিলেন।।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply