‘ইউক্রেন ইস্যুতে সরকার নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ ঘটিয়েছে’

|

মির্জা ফখরুল ইসলাম আলমগীর। ফাইল ছবি

ইউক্রেন ইস্যুতে জাতিসংঘের প্রস্তাবে ভোট না দিয়ে সরকার নতজানু পররাষ্ট্রনীতির বহিঃপ্রকাশ ঘটিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (৪ মার্চ) দুপুরে বিএনপির চেয়ারপারসনের কার্যালয়ে তিনি এ মন্তব্য করেন। বলেন, সরকারের নতজানু পররাষ্ট্রনীতি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হুমকিতে ফেলছে।

মির্জা ফখরুল বলেন, সরকার ক্ষমতা কুক্ষিগত রাখতে দেশবাসীর জনমতের বিপক্ষে অবস্থান নিয়ে জাতিসংঘের প্রস্তাবের পক্ষে ভোটদানে বিরত থেকেছ। যা দেশের গণতন্ত্র ও মানবিক মূল্যবোধের পরিপন্থী। ইউক্রেনের ওপর চাপিয়ে দেয়া যুদ্ধ তার স্বাধীনতা সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন বলেও মন্তব্য করেন বিএনপি মহাসচিব।

ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply