জেলেনস্কিকে হত্যায় ব্যর্থ রাশিয়ার ৩ অভিযান, ভেস্তে দেয় রুশ গুপ্তচররাই: দ্য টাইমসের রিপোর্ট

|

ছবি: সংগৃহীত।

চলমান যুদ্ধাবস্থার মধ্যেই ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কিকে তিনবার হত্যার চেষ্টা করেছে রাশিয়া। এ জন্য কয়েকদফা কয়েকটি দলও পাঠানো হয়েছে ইউক্রেনে। তবে প্রতিবারই রাশিয়ার গোয়েন্দা সংস্থা এসএফবি এর সক্রিয় ‘যুদ্ধবিরোধী’ সদস্যদের একাংশ তা জানিয়ে দিয়েছে জেলেনস্কির নিরাপত্তারক্ষীদের। আর তাতেই রক্ষা পেয়েছে প্রেসিডেন্টের প্রাণ। বৃহস্পতিবার (৩ মার্চ) ব্রিটিশ সংবাদমাধ্যম দ্যা টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে এমনটিই দাবি করা হয়েছে।

এর আগে জানা গিয়েছিল, জেলেনস্কিকে হত্যার জন্য চেচেন যোদ্ধাদের একটি দল এরই মধ্যে অভিযান চালিয়েছে ইউক্রেনে। তবে এতে ব্যর্থ হয়ে চেচেন যোদ্ধাদের স্পেশাল ফোর্সের সদস্যরা নিহত হয়েছেন। তবে দ্য টাইমসে প্রকাশিত প্রতিবেদনে দাবি করা হয়, শুধু চেচেন যোদ্ধা নয়, যুদ্ধ চলাকালীন প্রায় এক সপ্তাহের মধ্যে জেলেনস্কিকে মারার জন্য মোট তিনটি দল ইউক্রেনে পাঠিয়েছে পুতিন প্রশাসন। এর মধ্যে আছে দ্য ওয়াগনার গ্রুপও।

এ ব্যাপারে ইউক্রেনের জাতীয় নিরাপত্তা ও প্রতিরক্ষা পরিষদের সচিব ওলেকসাই ড্যানিলোভকে উদ্ধৃত করে ওই প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার পাঠানো সবকয়টি দলকেই খতম করা হয়েছে। ড্যানিলোভ বলেন, এফএসবির যারা এই রক্তক্ষয়ী যুদ্ধে অংশ নিতে চাননি, তারাই আমাদের খবর দিয়েছিলেন।

আরও পড়ুন: জেলেনস্কিকে হত্যা চেষ্টার অভিযোগ চেচেন যোদ্ধাদের বিরুদ্ধে

উল্লেখ্য, যুদ্ধ শুরু হওয়ার পরেই জেলেনস্কিকে ইউক্রেন থেকে সরিয়ে নিরাপদ আশ্রয়ে নিয়ে যেতে চেয়েছিল যুক্তরাষ্ট্র। কিন্তু রাজি হননি প্রেসিডেন্ট। তিনি স্পষ্ট জানিয়েছিলেন, দেশের দুর্দিনে তিনি পালাবেন না। শেষ পর্যন্ত লড়ে যাবেন দেশের মানুষের পাশে থেকে। সেসময় তিনি বলেন, রুশ হামলার মূল লক্ষ্য আসলে আমি। আমাকেই ওরা মারতে চায়। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের উদ্দেশ্যে তিনি বলেন, তিনি যদি ভেবে থাকেন ইউক্রেন আত্মসমর্পণ করবে, তা হলে ইউক্রেন সম্পর্কে তিনি কিছুই জানেন না।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply