রাশিয়ায় নিষেধাজ্ঞার শিকার বিবিসি ও ডয়চে ভেলের ওয়েবসাইট

|

ছবি: সংগৃহীত

চলমান ইউক্রেন-রাশিয়া সংঘর্ষে একের পর এক নিষেধাজ্ঞার শিকার হচ্ছে রাশিয়া। তবে এবার রাশিয়াও নিলো ভিন্ন পন্থা। তারাও নিষেধাজ্ঞা দেয়া শুরু করেছে।

দ্য গার্ডিয়ানের প্রতিবেদনে বলা হয়, ইউক্রেন যুদ্ধ নিয়ে ভুয়া তথ্য ছড়ানোর অভিযোগে বেশ কয়েকটি বিদেশি সংবাদমাধ্যমের ওয়েবসাইট নিজ দেশে বন্ধ করে দিয়েছে রাশিয়া। এবার নিজ দেশে বিবিসি, ডয়চে ভেলে, ভয়েস অব আমেরিকার ওয়েবসাইটও বন্ধ করে দিলো রাশিয়া।

রাশিয়া বারবার অভিযোগ করে আসছে, পশ্চিমা মিডিয়াগুলো একপক্ষীয় এবং রুশবিরোধী মত ছড়িয়ে দিচ্ছে। এসব মিডিয়া নিজ দেশের নেতাদের ইরাকের মতো বিভিন্ন দেশে ভয়াবহ যুদ্ধ এবং দুর্নীতির জন্য জবাবদিহির আওতায় আনতে না পারলেও রুশবিরোধী অবস্থান নিয়েছে।

শুক্রবার (৪ মার্চ) রাশিয়ার যোগাযোগ তদারকি প্রতিষ্ঠান জানায়, তারা বিবিসি, ভয়েস অব আমেরিকা, রেডিও ফ্রি ইউরোপ/রেডিও লিবার্টি, ডয়চে ভেলে এবং আরো কয়েকটি সংবাদমাধ্যমের ওয়েবসাইট বন্ধ করে দিয়েছে।

উল্লেখ্য, বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সামরিক অভিযান ঘোষণার কয়েক মিনিট পরেই ইউক্রেনে বোমা ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে রুশ সেনারা। এরপর থেকে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে যুদ্ধ চলছে।

/এনএএস


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply