স্টাফ রিপোর্টার, নরসিংদী:
নরসিংদীর রায়পুরায় বৈদ্যুতিক শর্ট সাকিট থেকে লাগা আগুনে পুড়ে মাহিন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। ওই সময় ছেলের প্রাণ বাঁচাতে গিয়ে দগ্ধ হন মা মাছুমা আক্তারও (২৫)। নিহত শিশু মাহিন উপজেলার রাধানগর ইউনিয়নের লক্ষীপুর এলাকার দুবাই প্রবাসী আকরাম হোসেনের ছেলে।
শুক্রবার (৪ মার্চ) রাতে উপজেলার মরজাল ইউনিয়নের ব্রাহ্মণেরটেক এলাকায় এ ঘটনাটি ঘটে। পারিবারিক সূত্রে জানা যায়, গত দুই মাস আগে ছেলে মাহিনকে নিয়ে বাবার বাড়ি ব্রাহ্মণেরটেক আসেন মাছুমা। ঘটনার দিন রাতে হঠাৎ বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে প্রথমে ঘরে আগুন লাগে। পরে একটি ফ্রিজের কম্প্রেসার বিস্ফোরণ হলে মুহূর্তেই আগুন সারা ঘর ছড়িয়ে পড়ে। এ সময় বিস্ফোরণের শব্দ শুনে ছুটে আসেন শিশুটির মা ও নানি।
খবর পেয়ে রায়পুরা ফায়ার সার্ভিসের একটি ইউনিট স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনে এবং নিহত শিশুর লাশ উদ্ধার করে। এর আগে শিশু মাহিনকে বাঁচাতে গিয়ে দগ্ধ হন তার মাও।
দগ্ধ মাছুমার কপাল, ডান হাত ও দুই পায়ের আংশিক পুড়ে গেছে। তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
এসজেড/
Leave a reply