যুদ্ধবিরতি না মানার পাল্টাপাল্টি অভিযোগ ইউক্রেন ও রাশিয়ার

|

ছবি: সংগৃহীত

পরস্পরের বিরুদ্ধে যুদ্ধবিরতি না মানার অভিযোগ করেছে রাশিয়া ও ইউক্রেন। রাশিয়ার অভিযোগ, যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে ইউক্রেনের জাতীয়তাবাদিরা। ইউক্রেনের কথিত জাতীয়তাবাদীদের বিরুদ্ধে রাশিয়া যুদ্ধবিরতি না মানার অভিযোগ করার পরপরই পাল্টা অভিযোগ করলো ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়। খবর বিবিসির।

শনিবার (৫ মার্চ) এক প্রতিবেদনে বিবিসি জানায়, রাশিয়ার অভিযোগ যুদ্ধ বিরতি মানছে না ইউক্রেন। অপরদিকে, মারিউপোলে সকাল ৯টা থেকে যুদ্ধবিরতি কার্যকর হওয়ার কথা থাকলেও তা রাশিয়ানদের গোলাবর্ষণের কারণে সেটি কার্যকর হচ্ছে না বলে অভিযোগ ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের।

এক বিবৃতিতে ইউক্রেনের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মারিউপোলে রাশিয়ার অব্যাহত গোলাগুলি, বেসামরিক নাগরিকদের নিরাপদে সরিয়ে নেয়াসহ জরুরি ওষুধ ও খাদ্য সরবরাহের জন্য মানবিক করিডোর খোলার প্রক্রিয়াকে অসম্ভব করে তুলছে।

ইউক্রেনে রাশিয়ার হামলার দশম দিনে পরস্পরের বিরুদ্ধে পাল্টাপাল্টি এ অভিযোগ করলো যুদ্ধরত দুই দেশ।


/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply