ফের উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের উদ্বেগ

|

ছবি: সংগৃহীত।

সপ্তাহের ব্যবধানে আবারও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালালো উত্তর কোরিয়া। শনিবার (৫ মার্চ) এ তথ্য জানিয়েছে জাপানের প্রতিরক্ষা মন্ত্রণালয়।

জাপান কর্তৃপক্ষ জানায়, দেশটির পূর্বাঞ্চলে স্বল্পমাত্রার একটি ক্ষেপণাস্ত্রের পরীক্ষা চালানো হয়। জাপানের বিশেষ বাণিজ্যিক অঞ্চলের কাছাকাছি হওয়ায় এ ঘটনায় উদ্বেগ জানিয়েছে টোকিও। একে নিজেদেরও আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি হিসেবে উল্লেখ করেছে দেশটি। খবর আল জাজিরার।

আরও পড়ুন: রাশিয়ার ওপর নিষেধাজ্ঞাই যুদ্ধ ঘোষণা: পুতিন

আন্তর্জাতিক সম্প্রদায়ের নজর রাশিয়া-ইউক্রেনের দিকে হওয়ার সুযোগে পিয়ংইয়ং ক্ষেপণাস্ত্র কর্মসূচি জোরালো করছে বলেও দাবি জাপানের। এ নিয়ে চলতি বছরই ৯টি ক্ষেপনাস্ত্র উৎক্ষেপণ করলো উত্তর কোরিয়া। শুধু গত জানুয়ারি মাসেই ৭ টি ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ করেছে দেশটি।

প্রসঙ্গত, ২০১৭ সালে বন্ধ হওয়া দূরপাল্লার আন্তঃমহাদেশীয় ক্ষেপণাস্ত্র বা পরমাণু অস্ত্র কর্মসূচি আবারও শুরুর ইঙ্গিত দিয়েছে দেশটি।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply