সিনিয়র করেসপন্ডেন্ট সিরাজগঞ্জ:
বন্ধুদের সাথে কলেজে গেলে রতনের নেতৃত্বে পূর্বপরিকল্পিত হামলা চালিয়ে মারাত্মক আহত করে। আহতরা বর্তমানে সিরাজগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন আছে।
বেলকুচি উপজেলা ছাত্রলীগের পদবঞ্চিত সাধারণ সম্পাদক পদপ্রার্থী মোখলেসুর রহমান রতন বলেন, ঘটনাস্থলে আমি ছিলাম না। আমার বিরুদ্ধে অভিযোগ উঠায় ঘটনার বিষয়ে প্রত্যক্ষদর্শীদের কাছে জানতে পারি দীর্ঘদিন হলো বেলকুচি মডেল কলেজে সাব্বির আহমেদের নেতৃত্বে মেয়েদের ইভটিজিং করে আসছে। সাধারণ ছাত্ররা তারই প্রতিবাদ করায় সংঘবদ্ধভাবে সাব্বির অস্ত্র নিয়ে বেলকুচি মডেল কলেজ ছাত্রদের উপরে হামলা চালাতে গেলে সাধারণ ছাত্ররা তাদের ওপড় ক্ষিপ্ত হলে সংঘর্ষ হয়।
এ বিষয়ে বেলকুচি মডেল কলেজের প্রিন্সিপাল আব্দুল মান্নান বলেন, আমি ভর্তির কাজে ব্যস্ত ছিলাম। ডাকাডাকির শব্দ শুনে বের হয়ে দেখি দৌড়াদৌড়ি করছে। দুই পক্ষের কোন পক্ষই আমাদের কলেজের ছাত্র না।
বেলকুচি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম মোস্তফা বলেন, মারামারি কথা শুনে ঘটনাস্থলে যাই এবং আহতদের দেখতে বেলকুচি সদর হসপিটাল পরিদর্শন করি। এখন পর্যন্ত কোন অভিযোগ আসেনি অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
Leave a reply