রাশিয়ায় সামরিক আইন জারি করা হবে না: পুতিন

|

ছবি: সংগৃহীত।

রাশিয়ায় সামরিক আইন ঘোষণা করার কোনো পরিকল্পনা নেই বলে জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার (৫ মার্চ) এ কথা বলেন পুতিন। খবর ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির।

পুতিন বলেন, সামরিক আইন তখনই জারি করা হয় যখন দশ কোনো বহিঃশত্রুর আক্রমণের শিকার হয়। আমরা সেই পরিস্থিতিতে পরিনি। আশা করি পরবোও না।

এদিকে শুক্রবারই নতুন একটি আইন পাস হয়েছে রাশিয়ায়। দেশটির সেনাবাহিনীর বিরুদ্ধে কোনো ভুয়া তথ্য ছড়ালে সর্বোচ্চ ১৫ বছরের কারাদণ্ড হতে পারে। যদি কেউ উদ্দেশ্যপ্রণোদিতভাবে দেশটির সেনাবাহিনী সম্পর্কে মিথ্যা তথ্য ছড়ায়, আর তা যদি প্রমাণিত হয় তাহলে এ শাস্তি পেতে হবে। রয়টার্সের প্রতিবেদনে জানানো হয় এ তথ্য।

প্রতিবেদনে বলা হয়, আইনটির অধীনে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার আহ্বানকে ফৌজাদারি অপরাধ হিসেবে বিবেচনা করা হবে। রাশিয়া গত সপ্তাহ থেকে ইউক্রেনে হামলা চালিয়ে যাচ্ছে। এতে পশ্চিমা বিশ্ব ছাড়াও রাশিয়ায় যুদ্ধবিরোধী আন্দোলন হয়েছে। এ পরিপ্রেক্ষিতে অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় একের পর এক পদক্ষেপ নিচ্ছে তারা।

আরও পড়ুন: ফের উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র পরীক্ষা, জাপানের উদ্বেগ

এদিকে, রুশ-ইউক্রেন সংঘাতের দশম দিনে ইউক্রেনের স্থানীয় সময় শনিবার সকাল ৯টা থেকে ৫ ঘণ্টার জন্য যুদ্ধবিরতি কার্যকরে সম্মত হয় রাশিয়া ও ইউক্রেন। তবে রাশিয়া যুদ্ধবিরতি ঘোষণা করলেও এখনও মারিউপোলে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রাশিয়ান সৈন্যরা।

জেডআই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply