হঠাৎ অস্থির পেঁয়াজ আর ভোজ্য তেলের বাজার। নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে চলছে ভোক্তা অধিকারের অভিযান।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মঞ্জুর মো. শাহরিয়ারের নেতৃত্বে পুরান ঢাকার মৌলভীবাজার গুলবদন সুপার মার্কেটে চলছে অভিযান। কৃত্রিমভাবে নিত্য প্রয়োজনীয় পণ্যের বিশেষ করে তেলের অবৈধ মজুতদারদের ধরতে এ অভিযান। শুরুতেই মুসলিম স্টোরে অভিযান চালানো হয়। অভিযানের খবর পেয়ে মালিক গায়েব হয়ে যান।
যারা সিন্ডিকেট করে কম মূল্যে পন্য কিনে বেশি দামে বিক্রি করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানায় জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর। যারা বাজার অস্থিতিশীল করছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের পরিচালক মঞ্জুর মো. শাহরিয়ার।
/এডব্লিউ
Leave a reply