আবারও নো ফ্লাই জোনের দাবি ইউক্রেন প্রেসিডেন্টের

|

আবারও নো ফ্লাই জোনের দাবি তুললেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদেমির জেলেনস্কি। শনিবার (৫ মার্চ) তিন শতাধিক মার্কিন আইনপ্রণেতার সাথে ভার্চুয়াল আলোচনায় অংশ নেন তিনি।

সেখানে ইউক্রেন প্রেসিডেন্ট জানান, রুশ বিমান অভিযান ঠেকানোর জন্যই ওই অঞ্চলে কার্যকর হওয়া প্রয়োজন নো ফ্লাই জোন। অবশ্য তার প্রস্তাবে সাড়া দেননি মার্কিন রাজনীতিকরা। তারা বলেছেন, পরিস্থিতি আরও খারাপের দিকে যাক, সেটা চান না তারা। উল্টো যুক্তরাষ্ট্র পোল্যান্ডের সাথে অস্ত্রচুক্তিতে যাচ্ছে বলেও জানানো হয় ওই আলোচনায়। চুক্তি অনুযায়ী সোভিয়েত আমলের যুদ্ধবিমান ইউক্রেনে পাঠাবে পোলিশ সরকার।

জরুরি পরিস্থিতিতে উড়োজাহাজগুলো পাঠানোর মূল কারণ সোভিয়েত যুদ্ধবিমান পরিচালনায় দক্ষ ইউক্রেনের পাইলটরা। সুতরাং কম সময়ে তারা কাজে লাগাতে পারবেন বিমানগুলো।

এছাড়া ভার্চুয়াল বৈঠকে আরও প্রতিরক্ষা সহযোগিতার আহ্বান জানিয়েছিলেন ইউক্রেনের প্রেসিডেন্ট।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply