নারী বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে ১০৮ রানে হারিয়ে শুভ সূচনা করেছে ভারত। মিতালি রাজের দলের করা ২৪৫ রানের জবাবে ব্যাট করতে নেমে মাত্র ১৩৭ রানে গুটিয়ে যায় পাকিস্তানের ইনিংস।
মাউন্ট মঙ্গানুইয়ে টস জিতে ব্যাট করতে নেমে শুরুতেই শেফালি ভার্মার উইকেট হারায় ভারত। এরপর ৯২ রানের জুটি গড়ে বিপর্যয় সামাল দেন স্মৃতি মান্ধানা ও দীপ্তি শর্মা। ৫২ রান করে সাজঘরে ফেরেন স্মৃতি। ১ উইকেটে ৯৬ থেকে এক পর্যায়ে ১১৪ রানে ৬ উইকেট হারিয়ে ফেলে ভারত। তবে ৭ম উইকেটে ১২৬ রানের জুটিতে পাল্টা প্রতিরোধ গড়েন স্নেহ রানা ও পূজা ভাস্ট্রোকার। পূজা ৬৭ রান করে ফিরলেও ৫৩ রান করে অপরাজিত ছিলেন স্নেহ রানা।
জবাবে উদ্বোধনী জুটিতে ২৮ রান আসার পর নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে বিপাকে পড়ে পাকিস্তান। রাজেশ্বরী গায়কোয়াদের ৪ উইকেট শিকারে মাত্র ১৩৭ রানে থেমে যায় দলটির ইনিংস। ওপেনার সিদরা আমিন করেন সর্বোচ্চ ৩০ রান।
Leave a reply