মোবাইল ছিনতাই নিয়ে দুই মহল্লার সংঘর্ষ, আহত কমপক্ষে ১০

|

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর:

মোবাইল ছিনতাইয়ের অভিযোগ নিয়ে দুই মহল্লাবাসীর সংঘর্ষে রংপুর মহানগরীর শাপলা চত্বর রণক্ষেত্রে পরিণত হয়েছে। এ সময় উভয়পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন।

রোববার (৬ মার্চ) রাত সোয়া ১০টার দিকে নগরীর শাপলা চত্বরে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাত সোয়া ১০টার দিকে নগরীর শাপলা চত্বরে নুরপুর এলাকার বাসিন্দা দধি ভাণ্ডারের মালিক সুমন মিয়ার পুত্র হৃদয়ের সাথে কথা কাটাকাটির এক পর্যায়ে তার মোবাইল ছিনিয়ে নিয়ে যায় একদল যুবক। এ ঘটনায় চামড়াপট্রি এলাকার যুবকরা এই ঘটনা ঘটিয়েছে অভিযোগ এনে শাপলা চত্বরের ভাংরিপট্রিতে চামড়াপট্রির এক যুবককে পেটায় নুরপুরের লোকজন। এই খবরে দু’পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। নুরপুর এলাকাবাসী দেশীয় অস্ত্রসস্ত্র নিয়ে চামড়াপট্রির লোকজনের ওপর হামলা চালায়। দু’পক্ষই বৃষ্টির মতো ইটপাটকেল নিক্ষেপ করতে থাকে। এতে উভয়পক্ষের ১০ জন আহত হন। পরে পুলিশ এসে লাঠিপেটা করে উভয়পক্ষকে সরিয়ে দেয়।

কোতোয়ালী থানার অফিসার ইনচার্জ আব্দুর রশিদ জানান, এখন পরিস্থিতি শান্ত। কেউ আইনশৃঙ্খলার অবনতি ঘটাতে চাইলে তা কঠোরভাবে মোকাবিলা করা হবে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
আরও পড়ুন: দোকান খালি, ব্যবসায়ীর বাড়িতে মিললো ৮০০ লিটার সয়াবিন তেল
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply