স্টাফ করেসপনডেন্ট, চাঁপাইনবাবগঞ্জ:
রাজশাহীর রাজপাড়া থানা ছাত্রশিবিরের অর্থ সম্পাদক আব্দুল্লাহ আল রাইহানসহ ৫৭ শিবিরকর্মীকে আটকের পর তাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ।
সোমবার (৭ মার্চ) দুপুরে সরকার উৎখাতের পরিকল্পনার অভিযোগে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করে নাচোল থানা পুলিশ।
পুলিশ জানায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রোববার সন্ধ্যায় নাচোল উপজেলার নেজামপুর ইউনিয়নের দোগাছী এলাকার স্বপ্নপল্লী পার্ক থেকে শিবিরকর্মী সন্দেহে দুই শতাধিক যুবককে আটক করা হয়। তাদের বিরুদ্ধে বিরুদ্ধে গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে রয়েছে। আটকের পর তাদের থানায় নেয়া হয়। জিজ্ঞাসাবাদ শেষে অভিযোগের সত্যতা পাওয়া ব্যক্তিদের আটক রেখে বাকিদের ছেড়ে দেয়া হয়েছে বলে জানা গেছে।
আটককৃতদের মধ্যে অপ্রাপ্তবয়স্ক অনেক কিশোরও ছিল বলে জানিয়েছে পুলিশ। তবে, যাচাই বাছাই শেষে ৫৭ জনকে গ্রেফতার দেখিয়ে মামলা করে পুলিশ। বাকিদের মুচলেকা দিয়ে ছেড়ে দেয়া হয়। আটককৃতদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ,
রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, সিরাজগঞ্জ, নোয়াখালিসহ বিভিন্ন জেলায় বলে জানিয়েছে পুলিশ।
নাচোল থানার অফিসার ইন চার্জ মিন্টু রহমান জানান, রোববার শিবিরকর্মী সন্দেহে ২০২ জনকে আটক করা হলেও যাচাই বাছাই শেষে ৫৭ জনের বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সরকার বিরোধী বক্তব্য সম্বলিত লিফলেট, জিহাদি বই ও সংগঠনের টি শার্ট জব্দ করা হয়।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার মাহবুব আলম বলেন, শিবিরকর্মী সন্দেহে তাদের আটক করা হয়েছিল। আটককৃতদের মধ্যে অনেকেই অপ্রাপ্তবয়ষ্ক ছিল। যাচাই বাছায়ের পর অভিযোগের সত্যতা যাদের বিরুদ্ধে পাওয়া গেছে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে তাদেরকে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের মুচলেকা নিয়ে ছেড়ে দেয়া হয়েছে বলে জানান তিনি।
/এসএইচ
Leave a reply