ইউক্রেনের রাজধানী কিয়েভের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর হোস্তোমেলের মেয়র ইউরি ইলিচ প্রাইলিপকো মারা গেছেন। স্থানীয় সময় সোমবার (৭ মার্চ) খাবার ও ওষুধ বিতরণের সময় তাকে গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। এ ঘটনায় গুলিবিদ্ধ হয়ে মারা গেছেন আরও দুইজন। ইউক্রেনের দাবি, রুশ সেনাদের ছোঁড়া গুলিতেই নিহত হয়েছেন মেয়র। খবর এনডিটিভির।
হোস্তোমেল কর্তৃপক্ষ বলছে, রাশিয়া ও ইউক্রেনীয় সেনাদের গোলাগুলির মধ্যে গিয়ে ওষুধ ও খাবার বিতরণ করতে মেয়রকে কেউই জোর করেনি। তিনি নিজের দেশের মানুষের জন্য হিরোর মতো জীবন দিয়েছেন।
উল্লেখ্য, হোস্তোমেল শহরে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ বিমানঘাঁটি অবস্থিত। কিয়েভের দিকে অগ্রসর হওয়া রাশিয়ার বিশাল সেনাবহরের অগ্রভাগ এখন হোস্তোমেলের পার্শ্ববর্তী শহর ইরপিনের কাছাকাছি চলে এসেছে। গত দুই-তিনদিন ধরে ইরপিন, হোস্তোমেল ও ওই অঞ্চলের আরেক শহর বুচায় রুশ বাহিনীর সঙ্গে ইউক্রেনের সেনাদের লড়াই চলছে।
এসজেড/
Leave a reply