খুলনায় আলোচিত জাকির হত্যাকাণ্ডের ১০ বছর পর আটক মূলহোতা

|

জাকির হত্যাকাণ্ডের অর্থযোগানদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন বাহাউদ্দীন খন্দকার (৪৮) আটক


বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় নেতা খান মো. জাকির হোসেন হত্যাকাণ্ডের প্রায় ১০ বছর পর অর্থযোগানদাতা ও পরিকল্পনাকারী হিসেবে সন্দেহভাজন মো. বাহাউদ্দীন খন্দকার (৪৮) গ্রেফতার হয়েছে।

সোমবার (৭ মার্চ) রাতে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এর একটি দল খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকার মৌ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেফতার করে। আসামি বাহাউদ্দীন হরিনটানা থানাধীন রায়েরমহল বাউন্ডারি রোডের বাসিন্দা। তিনি ১৬ নং ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও খুলনা সদর সাব রেজিস্ট্রি অফিস দলিল লেখক সমিতির সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্বরত।

মঙ্গলবার (৮ মার্চ) বিকেলে পিবিআই খুলনা জেলা দফতরে পুলিশ সুপার সৈয়দ মুশফিকুর রহমান সংবাদ সম্মেলনে
এসব তথ্য জানান।

তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে আসামি এ হত্যাকাণ্ডের মাস্টারমাইন্ড। মোটা অঙ্কের অর্থের বিনিময়ে তিনি ভাড়া করা সন্ত্রাসীদের দিয়ে জাকিরকে খুন করান।

এর আগে, ২০১২ সালের ২০ মে সন্ধ্যায় একদল ঘাতক বাংলাদেশ দলিল লেখক সমিতির কেন্দ্রীয় নেতা খান মো. জাকির হোসেনকে গুলি করে হত্যা করে। এ ঘটনায় নিহতের স্ত্রী জামিলা বেগম অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে খুলনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply