কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে ফের আগুন, কাজ করছে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট

|

রোহিঙ্গা ক্যাম্পে আগুন।

কক্সবাজার প্রতিনিধি:

কক্সবাজারের উখিয়া উপজেলার কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে আবারও আগুন লেগেছে। কুতুপালং ৫ নম্বর ক্যাম্পের বি ব্লকে মঙ্গলবার (৮ মার্চ) বিকেল ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুন ছড়িয়ে পড়ে চারদিকে। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।

কক্সবাজার ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে প্রথমে উখিয়া ফায়ার সার্ভিসের ২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে কক্সবাজার থেকেও আরও ২টি ইউনিটকে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানো হয়।

কক্সবাজার শরনার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের অতিরিক্ত কমিশনার শামসুদ দৌজা নয়ন জানিয়েছেন, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিস এপিবিএন পুলিশসহ স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। তবে এই রিপোর্ট লেখা পর্যন্ত অর্থাৎ বিকেল ৫টা ২৩ মিনিটেও আগুন নিয়ন্ত্রণে আসেনি।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply