চবিতে ছাত্রলীগের দুই গ্রুপের সংঘর্ষে আহত ২

|

পুলিশ গিয়ে অস্থিতিশীল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনায় ২ জন আহত হয়েছে বলে জানা গেছে।

মঙ্গলবার (৮ মার্চ) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদে সংঘাতের সূত্রপাত হয়। পরে উত্তেজনা জড়িয়ে পড়ে পুরো ক্যাম্পাসে। প্রক্টর ও পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসলেও এখন থমথমে অবস্থা বিরাজ করছে পুরো ক্যাম্পাস জুড়ে।

পুলিশ জানায়, বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের র‍্যাগ ডে’র কনসার্টে প্রবেশ নিয়ে সংঘাতে জড়ায় দুই পক্ষ। সংঘর্ষের পর বিজয় গ্রুপের নেতাকর্মীরা সোহরাওয়ার্দী হলের সামনে এবং সিএফসির নেতাকর্মীরা শাহ আমানত হলের সামনে অবস্থান নেয়। এ সময় দু’পক্ষের নেতাকর্মীদের হাতে দেশীয় অস্ত্র দেখা গেছে।

সংঘর্ষে জড়ানো দুই গ্রুপ ছাত্রলীগের শাটলবগি ভিত্তিক সংগঠন এবং শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেলের অনুসারী বলে পরিচিত।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply