ইউক্রেনের ২ হাজার ৫৮১ সামরিক স্থাপনা ধ্বংস করেছে রুশ বাহিনী: রাশিয়া

|

ছবি: সংগৃহীত

ইউক্রেনে হামলা শুরুর পর থেকে দেশটির ২ হাজার ৫৮১ সামরিক স্থাপনা ধ্বংস করেছে রুশ বাহিনী। মঙ্গলবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র মেজর জেনারেল ইগর কোনাশেনকভ এ তথ্য জানিয়েছেন। খবর স্পুটনিকের।

রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, দেশটির প্রায় ৯শ’ ট্যাংক ও সাঁজোয়া যান ধ্বংস হয়েছে রুশ হামলায়। ভূপাতিত করা হয়েছে ৮৪টি ড্রোন এবং ৯৫টি রকেট লঞ্চ সিস্টেম ধ্বংস করা হয়েছে।

এছাড়া ইউক্রেনীয় সেনাদের ৯০টি যোগাযোগ কেন্দ্র ও ৮১টি রাডার স্টেশন, ৩৩৬টি কামান ও মর্টার এবং ৬৬২ ইউনিট বিশেষ যানও ধ্বংস করা হয়েছে বলে জানিয়েছে রাশিয়া।

এদিকে যুক্তরাষ্ট্রের গোয়েন্দা সংস্থাগুলোর ধারণা, দুই থেকে চার হাজার রুশ সেনা প্রাণ হারিয়েছেন। গত সপ্তাহে অবশ্য নিজেদের ৪৯৮ সেনা নিহত হওয়ার কথা স্বীকার করেছিল মস্কো।

অপরদিকে রুশ হামলায় ইউক্রেনের কতজন সেনা নিহত হয়েছেন, তা জানা যায়নি। তবে ইউক্রেনে ৪৭৪ জন বেসামরিক নাগরিক নিহতের তথ্য নিশ্চিত করেছে জাতিসংঘ। যদিও ইউক্রেনের ভাষ্য মতে, এই সংখ্যা দুই হাজারের বেশি।
আরও পড়ুন: রাশিয়া থেকে তেল-গ্যাস আমদানিতে নিষেধাজ্ঞা দিলো যুক্তরাষ্ট্র
ইউএইচ/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply