ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মাঠগুলো সবসময় সবার জন্য উন্মুক্ত থাকবে বলে জানিয়েছেন মেয়র শেখ ফজলে নূর তাপস।
বুধবার (৯ মার্চ) বাবুবাজার ব্রিজ সংলগ্ন শামসাবাদ মাঠের উন্নয়ন কাজ পরিদর্শনে গিয়ে এ কথা বলেন তিনি। মেয়র জানান, জলাবদ্ধতা নিরসনে কাজ করে চলছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। তারই অংশ হিসেবে শামসাবাদ মাঠের সংস্কার কাজ পরিদর্শন হচ্ছে।
আগামী জুনের মধ্যে মাঠের সব কাজ শেষ হবে বলেও জানান মেয়র। শেখ ফজলে নূর তাপস বলেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে সফলতার সাথে কিউলেক্স মশা নিয়ন্ত্রণ করা হয়েছে। গত বছরের তুলনায় এ বছর মশার প্রকোপ খুবই কম। মার্চের প্রথম সপ্তাহ চলে গেলেও মশার উপদ্রব তেমন নেই বলে মন্তব্য করেন তিনি।
আরও পড়ুন: ‘নেতিবাচক রাজনীতির কারণে বিএনপিরই সময় শেষ হয়ে এসেছে, সরকারের নয়’
এম ই/
Leave a reply