আমরা মরতে চাই, আমাদেরকে মাইরা দেন; দোকান উচ্ছেদে বিহারিদের ক্ষোভ

|

মিরপুরে চলছে অবৈধ দোকান উচ্ছেদ।

মিরপুর ১১ নম্বর বিহারিদের জলার ক্যাম্পে ফুটপাত দখল করে নির্মিত অবৈধ দোকান উচ্ছেদ করছে ডিএনসিসি। এ সময় ক্ষোভ প্রকাশ করে এক বিহারি বলেন, আমরা মরতে চাই, আমাদেরকে মাইরা দেন।

বুধবার (৯ মার্চ) দুপুরে এই অভিযান শুরু হলে বিহারীদের বাধার মুখে পড়েন ডিনসিসি কর্মকর্তারা। এ সময় স্থাপনা সরিয়ে নেয়ার জন্য সময় দেয়া হয়। এর মধ্যে কিছু নির্মাণ সামগ্রী সরিয়ে নেয় দখলদাররা। পরে বুলডোজারসহ অন্য যন্ত্র দিয়ে অবৈধ স্থাপনা গুড়িয়ে দেয়া হয়।

তবে বিহারিরা বলছে, তারা দরিদ্র; জীবিকার জন্য এই দোকান নির্মাণ করেছিলেন। সিটি করপোরেশনের কর্মকর্তারা সেই প্রসঙ্গে বলেছেন, প্রয়োজনে তাদের পুনর্বাসন করা হবে; কিন্তু ফুটপাতের জায়গায় দোকান থাকতে দেয়া হবে না।

আরও পড়ুন: ‘ঢাকা দ. সিটি করপোরেশনের মাঠ সবসময় সবার জন্য উন্মুক্ত থাকবে’


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply