লক্ষ্মীপুর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে চরকাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনকে কেন্দ্র করে সাধারণ সম্পাদক পদের তিন প্রার্থীর সমর্থকদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে।
বুধবার (৯ মার্চ) রাত সাড়ে ১১ টার দিকে উপজেলার ফজু মিয়ার হাট উচ্চ বিদ্যালয় মাঠে এ ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, উপজেলার ফজু মিয়ার হাট হাইস্কুল অ্যান্ড কলেজ মাঠে বুধবার সন্ধ্যায় চর কাদিরা ইউনিয়ন আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলন শুরু হয়। সম্মেলনে উদ্বোধক ছিলেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার। প্রধান অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মো. মিজানুর রহিম, কৃষি বিষয়ক সম্পাদক আব্দুল মতলব, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট রাসেল মাহমুদ ভূঁইয়া মান্নাসহ জেলা ও উপজেলার নেতারা।
সম্মেলনে শেষের দিকে সাধারণ সম্পাদক পদে ভোটের আহবান করে নেতৃবৃন্দ। এতে সাধারণ সম্পাদক প্রার্থী সবুজ খান, ওমর ফারুক ও বেলাল হোসেনের সমর্থকরা স্লোগান দেন। এ নিয়ে তিন পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
এক পর্যায়ে উভয় পক্ষের মধ্যে চেয়ার ছোড়াছুড়ি ও পাল্টপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে। আধাঘণ্টা ধরে চলা এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
কমলনগর উপজেলা আওয়ামী লীগের সভাপতি একেএম নুরুল আমিন মাস্টার বলেন, সম্মেলনে টুকটাক কিছু রাগারাগি হয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহাম্মদ সোলাইমান বলেন, চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। পুলিশের উপস্থিতিতে পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
/এসএইচ
Leave a reply