আরব আমিরাতের ঘোষণায় কমলো তেলের মূল্যসূচক

|

ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাসসিয়েশনের এর প্রধান ফাতিহ বিরল

লাগাম টানা গেলো জ্বালানি তেলের পাগলা দৌড়ে। বুধবার (৯ মার্চ) আন্তর্জাতিক বাজার শান্ত করতে তেল উৎপাদন বৃদ্ধির ঘোষণা দেয় সংযুক্ত আরব আমিরাত। দেশটির এ ঘোষণায় মুহুর্তেই জ্বালানি তেলের মূল্যসূচক নেমে আসে ১৭ শতাংশে। খবর ফিন্যানশিয়াল টাইমসের।

জানা গেছে, তেল সমৃদ্ধ দেশগুলোর জোট ওপেক এক সপ্তাহ আগেই আহ্বান জানায় সদস্য দেশগুলোকে উৎপাদন বৃদ্ধির। তাতে সাড়াও দিয়েছে শীর্ষস্থানীয় তেল উৎপাদক এ দেশটি। এ ঘোষণার পরই ব্যারেল প্রতি অপরিশোধিত জ্বালানি তেল বিক্রি হচ্ছে ১১২ ডলারে। যা গেলো সপ্তাহেই ১৪ বছরের মধ্যে সর্বোচ্চ ১৩৯ ডলারে বিক্রি হয়েছিলো আন্তর্জাতিক বাজারে।

এর আগে, তেলের টালমাটাল বাজার স্থিতিশীল করতে সংরক্ষিত ৬ কোটি ব্যারেল তেল ছাড়ার ঘোষণা দিয়েছিলো, আন্তর্জাতিক জ্বালানি সংস্থা ইন্টারন্যাশনাল এনার্জি অ্যাসোসিয়েশন। কিন্তু, তাদের এ উদ্যোগ পূরণ করতে পারতো না চাহিদা। এরপরই আমিরাত প্রশাসনের ঘোষণায় এশিয়ার পুঁজিবাজারে লেনদেন শুরু হয় ঊর্ধ্বমুখী সূচকের মধ্যে দিয়ে।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply