ইউক্রেন থেকে মালদোভা পৌঁছেছে হাদিসুরের মৃতদেহ

|

‘এমভি বাংলার সমৃদ্ধি’র নিহত থার্ড ইঞ্জিনিয়ার মোঃ হাদিসুর রহমানের মৃতদেহ ইউক্রেন থেকে মালদোভা পৌঁছেছে। শুক্রবার (১১ মার্চ) ফেসবুকে দেয়া এক পোস্টে তথ্যটি জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম।

পররাষ্ট্র প্রতিমন্ত্রী ফেসবুক পোস্টে আরও জানান হয়, রুমানিয়ার রাজধানী বুখারেস্টে পৌঁছে কিছু দাফতরিক কাজ শেষে হাদিসুরের মরদেহ ১৩-১৪ তারিখ বাংলাদেশে পৌঁছাবে বলে আশা করা যাচ্ছে।

এর আগে, গত ২ মার্চ বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টার দিকে ইউক্রেন বন্দরে আটকে থাকা এই জাহাজটির ওপর রকেট হামলা করা হয়। মারা যান জাহাজের থার্ড ইঞ্জিনিয়ার মো. হাদিসুর রহমান। হামলার পর থেকে জাহাজে আটকে থাকা নাবিকরা সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদেরকে উদ্ধারের জন্য আকুতি জানিয়ে ভিডিও বার্তা প্রকাশ করতে থাকে।

উল্লেখ্য, সিরামিকের কাঁচামাল ‘ক্লে’ পরিবহনের জন্য বাংলাদেশি জাহাজ ‘এমভি বাংলার সমৃদ্ধি’ তুরস্ক থেকে গত ২২ ফেব্রুয়ারি ইউক্রেনের অলভিয়া বন্দরের জলসীমায় পৌঁছায়। তবে যুদ্ধাবস্থা এড়াতে জাহাজটিকে সেখানে পৌঁছানোর পর পণ্য বোঝাই না করে দ্রুত ফেরত আসার জন্য নির্দেশনা দেন শিপিং করপোরেশনের কর্মকর্তারা। তবে শেষ মুহূর্তে বন্দরের পাইলট না পাওয়ায় ইউক্রেনের জলসীমা থেকে বেরিয়ে আসতে পারেনি বাংলাদেশের এই জাহাজ।

আরও পড়ুন: আর ফিরবে না জেনেও হাদিসুরকে ডাকছেন বাবা-মা

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply