বিজয়ের পথে আছে এখন ইউক্রেন, বলেছেন দেশটির প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কি। টেলিভিষণে দেয়া এক ভাষণে তিনি বলেন, বাঁকবদলের সন্ধিক্ষণে পৌঁছে গেছে ইউক্রেনীয়রা এবং বিজয়ের পথেই তারা রয়েছে। খবর বিবিসির।
শুক্রবার (১১ মার্চ) দেয়া ভাষণে জেলেনস্কি বলেছেন, ইউক্রেনকে রুশ সেনাবাহিনী থেকে সম্পূর্ণ মুক্ত করতে কতদিন লাগবে, সেটা নিশ্চিত করে বলতে না পারলেও এটি বলা সম্ভব যে, অবশ্যই আমরা দেশকে রক্ষা করবো। কারণ, কৌশলগতভাবে ইতোমধ্যে বাঁকবদলের সন্ধিক্ষণে পৌঁছে গেছি আমরা। বিজয়ের পথেই আছে ইউক্রেন।
ভোলদিমের জেলেনস্কি আরও বলেন, এই যুদ্ধে উদ্ধত এবং শক্তিশালী শত্রুর বিপক্ষে হচ্ছে দেশপ্রেমের যুদ্ধ। আর এখানে শত্রুপক্ষ তাদের হাজার হাজার সেনার মৃত্যুতেও সম্পূর্ণ নির্লিপ্ত হয়ে আছে। তাছাড়া, নৈতিকভাবেও পিছিয়ে আছে তারা। তাই সিরিয়ার ভাড়াটে যোদ্ধাদের নিয়ে আসা হচ্ছে ধ্বংসযজ্ঞ চালাতে।
গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ বাহিনীকে আগ্রাসনের অনুমতি দেন পুতিন। কিয়েভের বর্তমান নেতাদের নব্য নাৎসি আখ্যা দিয়ে তাদের হঠাতে এই অভিযান শুরু করেন পুতিন। এবং অভিযানের নাম দেন ‘বিশেষ সামরিক অভিযান।’ এরপর থেকে প্রায় ২০ লক্ষ ইউক্রেনীয় দেশ ছেড়েছেন। তাদের বেশিরভাগই আশ্রয় নিয়েছেন পোল্যান্ডে। সংঘাতে ইউক্রেনের বেসামরিক বহু বেসামরিক নাগরিকসহ হতাহত হয়েছেন দুই পক্ষের সামরিক সদস্যরা। কয়েক দফা শান্তি বৈঠক অনুষ্ঠিত হলেও আসেনি তেমন কোনো সমাধান। অপরদিকে রাশিয়ার আগ্রাসনের কারণে দেশটির ওপর একের পর এক নিষেধাজ্ঞা দিচ্ছে পশ্চিমা বিশ্বের দেশগুলো।
আরও পড়ুন: ইউক্রেনে যুদ্ধ করার জন্য বিদেশি স্বেচ্ছাসেবী খুঁজছেন পুতিন
এম ই/
Leave a reply