ইউক্রেনের তিন শহরে নতুন করে আবারও তাণ্ডব চালিয়েছে রুশ বাহিনী। রয়টার্সের খবর বলছে, শুক্রবার (১১ মার্চ) রাতভর গোলাবর্ষণ চলে নিপ্রো, লুৎস্ক এবং ইভানো ফ্রাঙ্কিভস্কে।
ক্ষেপণাস্ত্র ছোড়া হয় সামরিক স্থাপনার পাশাপাশি বিভিন্ন বেসামরিক এলাকা এবং কয়েকটি বিমানঘাঁটিতেও। এ ঘটনায় বহু হতাহত হয়েছে বলে জানায় স্থানীয় কর্তৃপক্ষ। এরমধ্যে লুৎস্কের একটি বিমানঘাঁটি এবং বিমানের ইঞ্জিন তৈরির কারখানায় রুশ ক্ষেপণাস্ত্রের আঘাতে ইউক্রেনের ২ সেনাসদস্য নিহত হয়েছে। আহত হয়েছে অন্তত ৬ জন।
এখন পর্যন্ত সাড়ে ৫শর বেশি মানুষের মৃত্যু হয়েছে রুশ আগ্রাসনে। আহত হয়েছে প্রায় ১ হাজারের বেশি মানুষ।
এদিকে রুশ হামলার কারণে বেসামরিকদের সরিয়ে নেয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদেমির জেলেনস্কি। ইউক্রেনের ৪ শহর থেকে নতুন করে সরানো হয়েছে প্রায় ৭ হাজার বেসামরিক নাগরিককে।
/এডব্লিউ
Leave a reply