যুদ্ধবিরতির জন্য পুতিনের সঙ্গে আলোচনায় রাজি জেলেনস্কি

|

যুদ্ধবিরতির জন্য রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে আলোচনায় বসতে চান ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলদিমের জেলেনস্কি। তবে এজন্য শর্ত জুড়ে দিয়েছেন তিনি। অস্ত্রবিরতির আগে হবে না এ আলোচনা, সাফ জানিয়ে দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট। শনিবার (১২ মার্চ) এক সংবাদ সম্মেলনে তিনি এসব মন্তব্য করেন। খবর বিবিসির।

সংবাদ সম্মেলনে জেলেনস্কি আরও উল্লেখ করেন, আলোচনায় বসলে যুদ্ধবিরতি ছাড়া রাশিয়ার সঙ্গে অন্য প্রসঙ্গ নিয়ে আলোচনা হবে না।

এর আগে গতকাল শুক্রবার জেলেনস্কির ডেপুটি ইগর জোভকভা সিএনএনকে জানান, ইউক্রেনের প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে সরাসরি কথা বলতে রাজি। তবে রাশিয়ার যে অবস্থান তাতে ইউক্রেন কোনো ধরনের ছাড় দিতে রাজি নয় বলেও উল্লেখ করেন ইগর জোভকভা।

জেলেনস্কি এদিন আরও বলেন, ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি বেনেটের সঙ্গে আলোচনায় পুতিনকে নিয়ে জেরুজালেমেও বসা যেতে পারে। কিয়েভ মনে করে রাশিয়ার সাথে উচ্চপর্যায়ের যেকোনো ধরনের আলোচনা নিরপেক্ষ ভূখণ্ডে অনুষ্ঠিত হওয়া উচিত। এ ধরনের আলোচনার সম্ভাব্য স্থান হিসাবে ইসরায়েলের কথা উল্লেখ করেছেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply