সৌদি আরবে একদিনে রেকর্ড ৮১ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে, যা গত বছরের মোট মৃত্যুদণ্ডের মোট সংখ্যাকে ছাড়িয়ে গিয়েছে। শনিবার (১২ মার্চ) ভারতীয় গণমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করেছে।
প্রতিবেদনে বলা হয়, সন্ত্রাসবাদ সম্পর্কিত বিভিন্ন ধরনের অপরাধের দায়ে তাদের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ৮১ জনের সবাই একাধিক ঘৃণ্য অপরাধের দায়ে দোষী সাব্যস্ত হয়েছিলেন। তারা জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) অথবা আল-কায়েদা, ইয়েমেনের হুথি বিদ্রোহী গোষ্ঠী অথবা ’অন্যান্য সন্ত্রাসী সংগঠনের’ সাথে জড়িত থাকার অভিযোগ স্বীকার করেছিলেন।
মৃত্যুদণ্ড কার্যকর হওয়া ৮১ জনের মধ্যে ৭৩ জনই সৌদি আরবের নাগরিক। এছাড়া সাতজন ইয়েমেন এবং একজন সিরিয়ার নাগরিক।
উল্লেখ্য, ২০২১ সালে সৌদি আরবে একদিনে ৬৯ জনের মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। যা একদিনে দেশটির সর্বোচ্চ ছিল।
/এনএএস
Leave a reply