কিয়েভে তুমুল লড়াই, যা দেখা যাচ্ছে স্যাটেলাইটে

|

রাজধানী কিয়েভের নিয়ন্ত্রণ নিয়ে তুমুল লড়াই চলছে ইউক্রেন ও রাশিয়ার মধ্যে। তবে রয়টার্সের খবর বলছে, শহরের কেন্দ্রে রুশ সেনাদের প্রবেশ ঠেকাতে সর্বাত্মক প্রতিরোধ গড়ে তোলা হয়েছে বলে এখনও দাবি করছে ইউক্রেনীয় সেনারা।

কিয়েভের দক্ষিণাঞ্চলে একটি সামরিক বিমান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ সেনারা। কেন্দ্র থেকে মাত্র ২৫ কিলোমিটার দূরে অবস্থান নিয়েছে তারা। এদিকে কিয়েভ থেকে পালানোর সময় নারী ও শিশুসহ ৭ বেসামরিক নাগরিকের মৃত্যু হয়েছে বলে দাবি দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের।

টানা বোমাবর্ষণ চলছে খারকিভ, চেরনিভ, সামি ও মারিওপোলেও। স্যাটেলাইট ইমেজে দেখা যায়, বন্দরনগরী মারিওপোলে ধ্বংসযজ্ঞের ভয়াবহ চিত্র। শহরটিতে ১২ দিনে প্রায় দেড় হাজার মানুষের মৃত্যু হয়েছে বলে দাবি নগর কর্তৃপক্ষের।

ইউক্রেনের ডেপুটি প্রধানমন্ত্রী জানান, শনিবার মানবিক করিডোর ব্যবহার করে বেশ কিছু নাগরিককে শহর থেকে সরিয়ে নেয়া হয়েছে। তবে মারিওপোল থেকে বের হতে পারেনি কেউ। এখনও বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন শহরটি। রয়েছে খাবার ও পানির তীব্র সংকট।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply