প্রথমবারের মতো দেশের বাজারে এলো ‘টকিং কার’। যে গাড়ি শুনবে মুখের কথা। ভয়েস কমান্ড দিলেই চালু হবে বিভিন্ন অপশন। আজ থেকে বাজারে মিলবে ৩৫ লাখ টাকা দামের এই গাড়ি যেটি তৈরি হয়েছে চট্টগ্রামে পিএইচপি অটোমোবাইলসের কারখানায়।
ভয়েস কমান্ড অর্থাৎ মুখে বললেই স্বয়ংক্রিংয়ভাবে খুলবে দরজা, জানালা, চালু হবে এসি। চালক ছাড়াই করা যাবে পার্কিং। এসইউভি ক্যাটাগরির গাড়িটিকে বলা হচ্ছে টকিং গাড়ি। প্রোটন এক্স ফিফটি মডেলের গাড়িটি চট্টগ্রামের কারখানায় অ্যাসেম্বল করে বাজারে এনেছে পিএইচপি অটোমোবাইলস।
বাংলাদেশে টকিং গাড়ি এই প্রথম, দাবি প্রস্ততকারক প্রতিষ্ঠানের। দাম ৩৫ লাখ টাকা। পিএইচপি অটোমোবাইলসের ব্যবস্থাপনা পরিচালক আকতার পারভেজ জানান, কথার মাধ্যমে জানালা, সানরুফ ইত্যাদি খোলা যাবে। এছাড়া ৫ বছর বা দেড় লাখ কিলোমিটার পর্যন্ত থাকবে ৫টি ফ্রি সার্ভিস। ইঞ্জন অয়েল, এয়ার ফিল্টার থেকে শুরু করে যাবতীয় সবকিছু দেবে কোম্পানিটি।
বাজারজাতকরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথমবারের মতো চট্টগ্রামে প্রদর্শন করা হয় এই টকিং গাড়ি।
/এডব্লিউ
Leave a reply