বিদেশে সামরিক ঘাঁটি নির্মাণ করে না চীন: বাংলাদেশে মিসাইল তৈরির খবর প্রসঙ্গে লি জিমিং

|

লি জিমিং। ছবি: সংগৃহীত।

বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেছেন, চীন কখনো অন্য কোনো দেশের ভেতরে সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণ স্থাপনা তৈরি করে না। তবে কোনো দেশ সামরিক সরঞ্জাম রক্ষণাবেক্ষণে সহায়তা চাইলে তা সহায়তা দিয়ে থাকে।

রোববার (১৩ মার্চ) রাজধানীর একটি হোটেলে ঢাকাস্থ চীনা দূতাবাস আয়োজিত ‘স্প্রিং ডায়ালগ উইথ চায়না’ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। ‘বাংলাদেশে মিসাইল তৈরির কারখানা তৈরি করছে চীন, উদ্বিগ্ন ভারত’ জাপানি সংবাদমাধ্যম ‘নিক্কেই এশিয়া’য় প্রকাশিত এমন প্রতিবেদনের বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে লি জিমিং এমন মন্তব্য করেন। এ রকম সংবাদ খতিয়ে দেখার জন্য বেইজিংয়ে বার্তা পাঠাবেন বলেও উল্লেখ করেন এ কূটনীতিক।

প্রতিবেদনটিতে বলা হয়, ২০১১ সালে বাংলাদেশকে যে সারফেস টু এয়ার মিসাইল দিয়েছে, তা রক্ষণাবেক্ষণে চীন এমন ব্যবস্থা তৈরি করছে, যাকে ‘হাব’ হিসেবে বিবেচনা করা যায়।

অনুষ্ঠানে রাশিয়া-ইউক্রেন সংকট ইস্যুতেও কথা বলেন লি জিমিং। তিনি বলেন, জাতিসংঘ সনদ অনুযায়ী রাশিয়া-ইউক্রেন আলোচনা চায় চীন। উভয় পক্ষ চাইলে আলোচনায় সহায়তা করতে পারে চীন। বিবাদমান দুই দেশের মধ্যে শান্তিপূর্ণ সমাধানের তাগিদ দেন তিনি।

লি জিমিং আরও বলেন, তাইওয়ান ইস্যু চীনের অভ্যন্তরীণ ব্যাপার; এক চীন নীতি বিশ্বের সব দেশের কাছেই স্বীকৃত। ইন্দো-প্যাসিফিক করিডোর আইপিএস, কোয়াডসহ এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের নেতৃত্বে বিভিন্ন উদ্যোগ চীন বিরোধী।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply