রুশ-ইউক্রেন সংঘাত নিয়ে বাংলাদেশের গণমাধ্যমের ভূমিকায় হতাশ বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত আলেকজান্ডার ভি মানতিতস্কি। রাশিয়ার পদক্ষেপ নিয়ে করা বাংলাদেশি গণমাধ্যমের সংবাদ ‘পক্ষপাতমূলক’ বলে অভিহিত করেন তিনি।
আজ রোববার (১৩ মার্চ) বাংলাদেশের প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সম্পাদক, রেডিও ও টিভি চ্যানেলের প্রধানদের কাছে দেয়া একটি খোলা চিঠিতে তিনি বলেন, আমি ইউক্রেনের বর্তমান পরিস্থিতি নিয়ে কিছু বাংলাদেশি গণমাধ্যমের ‘পক্ষপাতদুষ্ট দৃষ্টিভঙ্গি’কে সেই প্রচেষ্টার ফল বলে মনে করি যারা সর্বদা রাশিয়া ও বাংলাদেশের সহযোগিতার সম্পর্ক নষ্ট করতে চায়। যা ৫০ বছর আগে থেকেই শুরু হয়েছিল।
এ সময় রাশিয়ার রাষ্ট্রদূত ১৯৭১ সালের কথা মনে করিয়ে দিয়ে লেখেন, বাংলাদেশিরা তখন ভারত ও তৎকালীন ইউএসএসআর-এর সক্রিয় সমর্থনে পাকিস্তানি শাসকদের উৎখাত করেছিল।
মানতিতস্কি বলেন, পূর্ব ইউক্রেনের দোনবাস অঞ্চলের রুশভাষী জনগণ বিগত ৮ বছর যাবত তাদের অধিকারের জন্য সংগ্রাম করে আসছিল। কিন্ত এ সময় তারা কিয়েভ সরকারের দ্বারা গণহত্যার শিকার হয়েছে। তাই রাশিয়া তাদের মাতৃভাষায় কথা বলার অধিকার ফিরিয়ে দিতে ও ভাষার কারণে নির্যাতন যাতে না ঘটে সেটি নিশ্চিত করতে এগিয়ে এসেছে।
রাশিয়ান রাষ্ট্রদূত আরও বলেন, আমি আশা করি আমার খোলা চিঠির মাধ্যমে আপনার পাঠকরা ইউক্রেনের পরিস্থিতি সম্পর্কে একটি বিকল্প দৃষ্টিভঙ্গির সাথে পরিচিত হতে সক্ষম হবেন। এই চিঠিটি ইউক্রেনে রাশিয়ার ‘বিশেষ সামরিক অভিযান’র পেছনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বাংলাদেশি পাঠকদের একটি ধারণা দেবে।
জেডআই/
Leave a reply