বার্লিনে যুদ্ধবিরোধী বিক্ষোভে ৩০ হাজার মানুষ

|

ছবি: সংগৃহীত

জার্মানির রাজধানী বার্লিনে যুদ্ধবিরোধী বিক্ষোভে যোগ দিলেন প্রায় ৩০ হাজার মানুষ। রোববার (১৩ মার্চ) ছিল বিশাল এই আয়োজন।

পুতিন প্রশাসনের আগ্রাসনের বিরোধিতা করে অনেক বিক্ষোভকারী ওড়ান ইউক্রেনের পতাকা। নারী, পুরুষ, শিশুসহ সব ধরনের মানুষ যোগ দেন বিক্ষোভে। বিখ্যাত ব্রান্ডেনবার্গ গেটের কাছে হওয়া আয়োজনে অনেকেই আসেন হুইল চেয়ারে। শ্লোগান আর ব্যানারে ছিল যুদ্ধ থামানো আর রুশ সেনাদের ঘরে ফেরত যাওয়ার আহ্বান।

ছবি: সংগৃহীত

এই বিক্ষোভে অংশ নেন বেশ কিছু রুশ নাগরিক। তারা জানান, নিজ দেশের এহেন কর্মকাণ্ডে তারা লজ্জিত। আলেকজান্দ্রা বেলোজেরোভা বলেন, আমরা এই যুদ্ধের বিরুদ্ধে। তাই যুদ্ধ বিরোধী প্রতিবাদে এসেছি।

ইউক্রেনের প্রতি সংহতি প্রকাশ এবং অস্ত্র পাঠানোকে সমর্থন জানান বিক্ষোভকারীরা। স্নায়ুযুদ্ধ পরবর্তী বিধিমালা ভেঙে দেশটিতে অস্ত্র পাঠানোর সিদ্ধান্ত নেয় জার্মান সরকার।

আরও পড়ুন: পুতিন বিরোধী বিক্ষোভে উত্তাল রাশিয়া; আটক ১৪ হাজারের বেশি

এম ই/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply