ইউনিয়ন পর্যায়ে টিসিবির পণ্য বিক্রির দিন পেছালো

|

টিসিবির মাধ্যমে ইউনিয়ন পর্যায় পর্যন্ত পণ্য সরবরাহের কার্যক্রম শুরুর সময় পিছিয়েছে আরও ৫ দিন। ১৫ মার্চ থেকে চালু হওয়ার কথা থাকলেও এখন তা শুরু হবে ২০ মার্চ থেকে।

টিসিবি কর্তৃপক্ষ জানায়, তৃণমূলে নিম্ন আয়ের মানুষের কাছে বিক্রি করা হবে পণ্য। নির্ধারিত পরিবার পরিচিতি কার্ডের মাধ্যমে সরকারি ভর্তুকির নিত্যপণ্য কিনতে পারবেন ইউনিয়নের গ্রাহকরাও।

প্রথম ধাপে কার্ডধারীরা ৫৫ টাকা দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মসুর ডাল ও ১১০ টাকা দরে দুই লিটার সয়াবিন তেল কিনতে পারবেন। দরিদ্র পরিবারগুলোকে তালিকার আওতায় কাজ করবে স্থানীয় প্রশাসন।

/এডব্লিউ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply