দেশে ফিরেছেন ইউক্রেনে আটকে পড়া ৫ বাংলাদেশি শিক্ষার্থী। সকাল ১০টার দিকে তাদের বহনকারী বিমানটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায়। ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরু হলে এসব শিক্ষার্থী সীমান্ত পার হয়ে পোল্যান্ডে আশ্রয় নেন। সেখান থেকে সরকার তাদের দেশে ফিরিয়ে আনার ব্যবস্থা করে।
ইউক্রেনে থাকা প্রায় দেড় হাজার বাংলাদেশির মধ্যে বাংলার সমৃদ্ধির নাবিকরা ছাড়া এই পাঁচজনই প্রথম সরাসরি দেশে ফিরলেন। তারা জানান, ইউক্রেনের সীমান্তবর্তী বিভিন্ন দেশে এখনও অবস্থান করছেন অনেক বাংলাদেশি।
দেশে ফেরাদের একজন লালমিনরহাটের ছেলে দেবব্রত সুষ্ময়। চিকিৎসা বিজ্ঞানে পড়তে গিয়েছিলেন ইউক্রেনের বেগোমোলেটস ন্যাশনাল মেডিকেল বিশ্ববিদ্যালয়ে। ভর্তির কয়েক দিন পরেই শুরু হয় ইউক্রেন-রাশিয়া দ্বৈরথ। পরিবর্তিত পরিস্থিতিতে সোমবার সকালে দেশে ফেরেন তিনি।
তিনি জানান, হোস্টেলে আমরা অবরুদ্ধ ছিলাম। বোমাবর্ষণের শব্দ শুনতে পেতাম। মাঝে মাঝে সাইরেন বেজে ওঠতো। তখন আমরা আতঙ্কিত হয়ে পড়তাম। পরে ট্রেনে করে আমাদের লাভিভ পৌঁছে দেয়া হয়। সেখান থেকে হেঁটে হেঁটে বর্ডার ক্রস করে পোল্যান্ডের ওয়ারশতে পৌঁছাই।
আবার কবে ফিরবেন ইউক্রেন বা কবে শুরু হবে শিক্ষা কার্যক্রম তাই এখন বড় চিন্তা সুষ্ময় এবং দেশে ফেরা অন্যান্য শিক্ষার্থীদের।
/এডব্লিউ
Leave a reply