গাজীপুর প্রতিনিধি:
গাজীপুরের পুবাইলে এক সপ্তাহের মধ্যে তিনটি ডাকাতির ঘটনায় জড়িত আন্তঃজেলা ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় বিপুল পরিমাণ লুণ্ঠিত মালামাল উদ্ধার করা হয়েছে। জিএমপির উপ-কমিশনার মোহাম্মদ ইলতুৎ মিশ গ্রেফতার ও মালামাল উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন।
গ্রেফতারকৃতরা হচ্ছে, রবি দাস (৪৫), ফারুক (৩৫), ইমন উদ্দিন (২৯), চন্দন চন্দ্র দাস (৩৬), হাবিবুর (৪৮), রিনা আক্তার (৫০), শিল্পি আক্তার (৩০), নার্গিস আক্তার (২৫) ও জসিম উদ্দিন (৪৫)।
পুলিশ জানায়, গত মাসের শেষ সপ্তাহে জিএপি পুবাইল এলাকায় তিনটি ডাকাতি সংগঠিত হয়। সবশেষ ৭ মার্চ পুবাইলের তালটিয়া বানিয়াবাড়ি এলাকার হারাধন চন্দ্র শীলের বাড়িতে একদল ডাকাত ছাদ দিয়ে ভিতরে প্রবেশ করে দেশি অস্ত্রের মুখে জিম্মি করে নগদ টাকাসহ বিপুল পরিমাণ মালামাল লুট করে নেয়। পুবাইল থানার ওই ডাকাতি মামলার সূত্র ধরে পুলিশ অভিযান চালিয়ে তিন নারীসহ ডাকাত দলের ৯ সদস্যকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতদের বাড়ি দেশের বিভিন্ন জেলায়। তারা টঙ্গী ও পুবাইলসহ সিটি করপোরেশনের বিভিন্ন এলাকায় ভাড়া বাসায় থেকে ডাকাতি করে আসছিল। অভিযানে লুণ্ঠিত একটি ল্যাপটপ, রামদা, মোবাইল, কাওয়াল, ডিএসএলআর ক্যামেরা, স্বর্ণালঙ্কার ও নগদ টাকা উদ্ধার করা হয়।
জিএমপি উপ কমিশনার জানান, ডাকাত সদস্যরা নতুন কৌশলে জেলখানায় একে ওপরের সাথে পরিচিত হয়ে সংগঠিত হয়ে গাজীপুরসহ পার্শ্ববর্তী জেলাগুলোতে ডাকাতি করতো। গ্রেফতারকৃত প্রত্যেকের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় মামলা রয়েছে।
আরও পড়ুন: ধর্ষণের পর হত্যা, টাঙ্গাইলে যুবকের মৃত্যুদণ্ড
ইউএইচ/
Leave a reply