নড়াইলে মাদক মামলায় ৩ জনের যাবজ্জীবন কারাদণ্ড

|

দণ্ডপ্রাপ্ত দুই আসামি, অপরজন বর্তমানে পলাতক।

নড়াইল প্রতিনিধি:

নড়াইলে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ৩০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও এক বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

সোমবার (১৪ মার্চ) সকাল ১১টার নাগাদ নড়াইল জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মুন্সী মো. মশিয়ার রহমান এ আদেশ দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন- যশোর জেলার বাঘারপাড়া থানার কিসমত মাহমুদপুর গ্রামের মৃত মহিদুল ইসলামের ছেলে ফয়সাল হোসেন, একই গ্রামের রুহুল মোল্যার ছেলে
সুমন মোল্যা এবং খলিলপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সাব্বির হোসেন। রায় ঘোষণার সময় সাব্বির পলাতক থাকলেও বাকি দুই আসামি আদালতে উপস্থিত
ছিলেন।

মামলার বিবরণে জানা যায়, ২০১৫ সালের ২৮ জুন নড়াইল জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওই সময়ের উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিমের নেতৃত্বে একটি দল নড়াইল-যশোর সড়কের মুলিয়ার মোড় পিয়ারির বটতলা নামক স্থানে যানবাহন তল্লাশী করছিলেন। রাত দশটার দিকে যশোর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশীকালে আসামিদের কাছে থাকা একটি প্লাস্টিকের ব্যাগ থেকে ৪৫ বোতল (৪.৫ কেজি) ফেনসিডিলসহ তাদের আটক করা হয়।

এ ব্যাপারে সদর থানায় উপ-পরিদর্শক (এসআই) রেজাউল করিম মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলায় দীর্ঘ সাক্ষ্যগ্রহণ শেষে অভিযোগ প্রমাণ হওয়ায় সোমবার এ রায় দেন
বিচারক। বিষয়টি নিশ্চিত করেছেন আদালতের পাবলিক প্রসিকিউটর (পিপি) এ্যাডভোকেট এমদাদুল ইসলাম ইমদাদ।

এসজেড/


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply