ফেসবুক-টুইটারের পর রাশিয়ায় বন্ধ হলো ইনস্টাগ্রাম

|

ছবি: সংগৃহীত

ইউক্রেন-রাশিয়া যুদ্ধের প্রভাব পড়েছে সোশ্যাল মিডিয়াতেও। গত শুক্রবার ফেসবুক ও টুইটার বন্ধের পর সোমবার সকাল থেকে রাশিয়ায় নিজেদের কার্যক্রম আপাতত বন্ধ করেছে ইনস্টাগ্রাম। খবর ডয়েচে ভেলের।

গত শুক্রবার (১১ মার্চ) রাশিয়ার মিডিয়া রেগুলেটরের পক্ষ থেকে ঘোষণা আসে যে, রাশিয়ায় বন্ধ করে দেয়া হবে ফেসবুক ও টুইটার। রোববার (১৩ মার্চ) রাত থেকে রাশিয়ায় অবস্থানরত কোনো ব্যক্তি এই দুই সোশ্যাল নেটওয়ার্ক ব্যবহার করতে পারবেন না বলে জানানো হয়। এরপর, সোমবার (১৪ মার্চ) ভোরে দেখা গেল, ফেসবুক, টুইটারের পাশাপাশি ইনস্টাগ্রামও ব্যবহার করতে পারছেন না রাশিয়ার ইনস্টাগ্রাম ব্যবহারকারীরা।

মস্কোর দাবি, ফেসবুক, টুইটার ও ইওস্টাগ্রাম ব্যবহার করে রাশিয়ার সেনা অভিযানের বিরুদ্ধে জনমত গড়ে তোলার চেষ্টা চলছিল। সেজন্যই এসব সোশ্যাল মিডিয়া আপাতত বন্ধের সিদ্ধান্ত নিয়েছে রাশিয়ান মিডিয়া রেগুলেটর কর্তৃপক্ষ। এসব সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের বলা হয়েছে, এসব সামাজিক যোগাযোগ মাধ্যম সাময়িক সময়ের জন্য বন্ধ থাকবে। যোগাযোগের প্রয়োজনে বিকল্প যোগাযোগ মাধ্যম ব্যবহারের পরামর্শ দেয়া হয়েছে রাশিয়ার নাগরিকদের।

প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়া ব্যবহার করে রাশিয়ায় যুদ্ধবিরোধী আন্দোলন গড়ে তোলা হচ্ছিল বলে মনে করেন নিরাপত্তা বিশ্লেষকরা। রাশিয়ায় সাম্প্রতিক যুদ্ধবিরোধী বিক্ষোভে গ্রেফতার করা হয়েছে কয়েক হাজার রাশিয়ানকে। রাশিয়াতে যাতে যুদ্ধবিরোধী জনমত গড়ে না ওঠে সেজন্যই রাশিয়া সাময়িকভাবে সোশ্যাল মিডিয়া বন্ধের সিদ্ধান্ত নিয়েছে বলে অভিমত বিশেষজ্ঞদের।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply