ইউক্রেনের বেশ কয়েকটি শহর নিয়ন্ত্রণে নেয়া সময়ের ব্যাপার বলে দাবি করেছে ক্রেমলিন। তারা জানায়, ইউক্রেনের একাধিক বড় শহরে নিকটবর্তী এলাকাগুলো রাশিয়ার সেনাবাহিনীর নিয়ন্ত্রণে চলে এসেছে। এখন চাইলেই রুশ বাহিনী ইউক্রেনের বড় শহরগুলোর নিয়ন্ত্রণ নিতে পারবে।
বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে বলেছে, শহরগুলোর নিকটবর্তী হলেও রুশ বাহিনী বেসামরিক ক্ষয়ক্ষতি কমাতেই রুশ প্রেসিডেন্টের নির্দেশনা মেনে শহরগুলো এখনই দখল করতে দেরি করছে।
ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সাংবাদিকদের বলেছেন, পুতিন বড় শহরগুলোতে যেকোনো হামলা বন্ধ রাখার নির্দেশ দিয়েছেন, কারণ তাতে বেসামরিক ক্ষয়ক্ষতি অনেক বেশি হবে। তবে ইউক্রেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়, বড় শহরগুলো যা এরই মধ্যে সম্পূর্ণরূপে অবরুদ্ধ করে রেখেছে রাশিয়ার সেনাবাহিনী সেগুলোর সম্পূর্ণ নিয়ন্ত্রণ দখল করার সম্ভাবনাও উড়িয়ে দেয়া যায় না।
ের আগে, সোমবার (১৪ মার্চ) ইউক্রেনে যুদ্ধ বন্ধে রাশিয়ার সাথে গঠমূলক আলোচনা হয়েছে বলে জানান প্রেসিডেন্ট জেলেনস্কির উপদেষ্টা মিখাইলো পোদোলেক। তিনি বলেন, স্থানীয় সময় সোমবার সকালে ভিডিও কনফারেন্সে শান্তি আলোচনা হয়। এতে অংশ নেয় দুই দেশের শীর্ষ পর্যায়ের নেতারা। অস্ত্র বিরতির প্রস্তাবে বেশ অগ্রগতি হয়েছে বলেও জানান তিনি। রেডিও ফোরে দেয়া সাক্ষাৎকারে তিনি বলেন, আলোচনায় যুদ্ধবিরতি, রুশ সেনা প্রত্যাহার এবং ইউক্রেনের নিরাপত্তা নিশ্চিতের তাগাদা দেয়া হয়।
/এনএএস
Leave a reply