রাশিয়ার হয়ে যুদ্ধের জন্য তৈরি হাজার হাজার সিরিয়ান যোদ্ধা, বেতনও নির্ধারিত!

|

ছবি: সংগৃহীত।

রাশিয়ার হয়ে লড়তে ইউক্রেনে মোতায়েন করা হবে সিরিয়ার সেনাবাহিনী ও মিত্র মিলিশিয়াদের। তাদের একটি খসড়া তালিকাও তৈরি করা হয়েছে। এমন দাবি করছে যুক্তরাজ্যভিত্তিক সংস্থা সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস। খবর আল জাজিরার।

সংস্থাটির প্রধান রামি আবদেল রহমান বলেছেন, এখন পর্যন্ত ৪০ হাজারেরও বেশি সিরিয়ান ইউক্রেনে রাশিয়ার হয়ে লড়াই করার জন্য নিবন্ধিত হয়েছে।

অবজারভেটরির রিপোর্ট অনুযায়ী, সিরিয়ার যেসব সৈন্যরা মাসে ১৫ থেকে ৩৫ ডলারের মধ্যে আয় করে, ইউক্রেন যুদ্ধে অবতীর্ণ হলে তাদের মাসিক ১১০০ ডলার করে দেওয়া হবে। আর যুদ্ধে আহত হলে প্রত্যেক সৈন্য ৭৭০০ ডলার ও নিহত হলে তাদের পরিবার ১৬ হাজার ৫০০ ডলার করে ক্ষতিপূরণ পাবে।

আরও পড়ুন: ‘আপনার সাহস আমাদের সবাইকে অনুপ্রাণিত করে’, জেলেনস্কিকে ট্রুডো

উল্লেখ্য, টানা ২০ দিনের মতো ইউক্রেনে চলছে রুশ আগ্রাসন। সংঘাতের কারণে ইউক্রেন ছেড়ে ইউরোপের বিভিন্ন দেশে পাড়ি জমাচ্ছেন বেসামরিক লাখ লাখ নাগরিক। রুশ হামলায় ইউক্রেনের মারিওপোল শহর বিধ্বস্ত প্রায়। কিয়েভেও পুরোদমে হামলা চালাচ্ছে রুশ সেনারা। কয়েক দফা শান্তি আলোচনা হলেও আসেনি কাঙ্খিত ফলাফল।


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply