ওয়ান ইলেভেনের চেয়ে এখন কঠিন সময় পার করছে বিএনপি: মির্জা ফখরুল

|

মানিকগঞ্জে বক্তব্য রাখছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপি ওয়ান ইলেভেনের চেয়ে এখন কঠিন সময় পার করছে বলে মন্তব্য করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বুধবার (১৬ মার্চ) মানিকগঞ্জের ঘিওরে বিএনপির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের ১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত দোয়া অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন।

মির্জা ফখরুল অভিযোগ করে বলেন, বিএনপির রাজনীতিকে পুরোপুরি নির্মূল করতে অতীতের মতো বর্তমানেও চেষ্টা চলছে। খালেদা জিয়ার চিকিৎসার সুযোগ পর্যন্ত দেয়া হচ্ছে না। দলের নেতাকর্মীদের বিরুদ্ধে মামলা এবং গুম, হত্যা ও গ্রেফতার করে বিপর্যস্ত করার চেষ্টা চলছে।

এ সময় বিএনপি মহাসচিব জানিয়েছেন, পরিকল্পিতভাবে দেশকে দুর্নীতির স্বর্গরাজ্যে পরিণত করা হয়েছে। বিএনপির চলমান আন্দোলনে বর্তমান সরকারকে হটিয়ে জবাবদিহিমূলক সরকার গঠন করতে হবে। আওয়ামী লীগের অধীনে কোনো কমিশনই সুষ্ঠু নির্বাচন করতে পারবে না। তাই নির্বাচনকালীন সময়ে নিরপেক্ষ সরকারের হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে।

দলটির প্রয়াত মহাসচিব খোন্দকার দেলোয়ার হোসেনের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, বিরাজনীতিকরণের সময়ে গুরূত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন খোন্দকার দেলোয়ার। দেশের রাজনীতির ক্রান্তিলগ্নে, দুঃসময়ে বিএনপির হাল ধরেছিলেন তিনি। ওয়ান ইলেভেনে দেশে রাজনীতিশূন্য ও বিএনপিকে নির্মূলের চক্রান্ত করা হয়েছিল বলে উল্লেখ করেন তিনি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply