বাংলাদেশের বিপক্ষে টেস্ট নয় বরং আইপিএল খেলবেন দক্ষিণ আফ্রিকার তারকা ক্রিকেটাররা। বোর্ডকে সে সিদ্ধান্ত জানিয়ে দিয়েছেন রাবাদা-এনগিদিরা।
এর আগে, বাংলাদেশের বিপক্ষে টেস্ট খেলার বিষয়টি ক্রিকেটারদের ওপর ছেড়ে দেয় বোর্ড। বিসিসিআইয়ের সাথে এ নিয়ে চুক্তিও আছে দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের। চুক্তি অনুযায়ী আইপিএলের জন্য ক্রিকেটারদের অনাপত্তিপত্র দেয়া এবং সেই সময়ে সিরিজ আয়োজন না করার ব্যাপারে সমঝোতা আছে বোর্ডের। তবে এবারের আইপিএলের দৈর্ঘ্য বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছে বোর্ড।
এ মাসের শুরুতেই আইপিএল নাকি জাতীয় দল, এমন এক বিতর্কে প্রোটিয়া অধিনায়ক ডিন এলগার বলেছিলেন, এই সিরিজটি হতে যাচ্ছে জাতীয় দলের প্রতি খেলোয়াড়দের নিবেদনের ‘লিটমাস টেস্ট’। তবে প্রোটিয়াদের লাল বলের ক্রিকেটের আগে আইপিএলকে গুরুত্ব দেয়ার সিদ্ধান্তে দক্ষিণ আফ্রিকান পেস অ্যাটাক কিছুটা যেন খর্বশক্তির হয়ে গেল। কাগিসো রাবাদা ও লুঙ্গি এনগিদির সাথে মার্কো ইয়ানসেনও খেলতে যাচ্ছেন আইপিএল।
আরও পড়ুন: সাকিব-রিয়াদদের দলে খেলবেন হাফিজ
এম ই/
Leave a reply