পশ্চিমারা রাশিয়াকে টুকরো টুকরো করতে পারবে না: পুতিন

|

ছবি: সংগৃহীত

রাশিয়াকে টুকরো টুকরো করার লক্ষ্য পশ্চিমারা কখনও অর্জন করতে পারবে না বলে মন্তব্য করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ইউক্রেনে চলমান রুশ আগ্রাসনের ২১তম দিনে এমন মন্তব্য করলেন পুতিন। খবর রয়টার্সের।

বুধবার (১৬ মার্চ) এক বিবৃতিতে এমন মন্তব্য করেন রুশ প্রেসিডেন্ট। 

পুতিন বলেন, পশ্চিমারা যদি মনে করে যে রাশিয়া পিছু হটবে তাহলে তারা রাশিয়ানদের ইতিহাস-ঐতিহ্য ও মানসিকতাকে এখনও বুঝতেই পারেনি। দীর্ঘদিন ধরেই তারা বিভিন্নভাবে রাশিয়াকে বেঁধে রাখার চেষ্টা করছে। রাশিয়ার ওপর তাদের আরোপিত সাম্প্রতিক অর্থনৈতিক নিষেধাজ্ঞাগুলো তাদের অদূরদর্শিতার প্রমাণ। 

পুতিন আরও বলেন, অর্থনৈতিক নিষেধাজ্ঞার মাধ্যমে রাশিয়ার প্রতিটি পরিবারকে আঘাত করতে চায় পশ্চিমা দেশগুলো। 

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply