পুতিন-বাইডেনের বৈঠক নিয়ে যা বললেন রুশ পররাষ্ট্রমন্ত্রী

|

রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ওপর নিষেধাজ্ঞা দিলেও বাইডেন-পুতিন আলোচনার পথ এখনও বন্ধ হয়নি বলে মন্তব্য করেছেন রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ। তবে, রাশিয়া-ইউক্রেনের প্রতিনিধিদের মধ্যে যে আলোচনা চলমান রয়েছে তা শেষে চুক্তিগুলোকে চূড়ান্ত রূপ দিতে এ দুই নেতার বৈঠক হতে পারে বলে জানান তিনি। খবর সিএনএনের।

বুধবার (১৬ মার্চ) সাংবাদিককের আলাপকালে এসব তথ্য জানান রুশ পররাষ্ট্রমন্ত্রী। 

তিনি বলেন, বাইডেন-পুতিনের বৈঠক আয়োজনে কার্যত কোনো বাধা নেই। তবে শুধুমাত্র কথা বলার জন্য আলোচনা হবে না। আলোচনা হতে হবে চুক্তি সম্পাদন করতে যা নিয়ে এখন দুই দেশের প্রতিনিধিরা কাজ করছেন। এর আগে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও জানিয়েছিলেন যে রাশিয়া বাইডেনের ওপর নিষেধাজ্ঞা দিলেও দুই দেশের শীর্ষ দুই নেতার বৈঠক আয়োজনে কোনো বাধা নেই।

সাংবাদিকদের উদ্দেশে পেসকভ বলেন, প্রয়োজনে পুতিন ও বাইডেনের মধ্যে যোগাযোগ হতে পারে। যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ওপর নিষেধাজ্ঞা আরোপ হলেও যোগাযোগের পথ বন্ধ হয়নি।

/এসএইচ


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply