রাশিয়ার ওপর অর্থনৈতিক নিষেধাজ্ঞা আরোপের পর জ্বালানি তেলের তীব্র সংকট দেখা দিয়েছে যুক্তরাজ্যে। তেলের বিকল্প উৎস্য খুঁজতে মধ্যপ্রাচ্য সফর করছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।
বুধবার (১৬ মার্চ) সংযুক্ত আবর আমিরাতে পৌছান ব্রিটিশ প্রধানমন্ত্রী। এরপর তিনি বৈঠক করেন আবুধাবীর যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদের সাথে। ব্রিটিশ প্রধানমন্ত্রীর এই সফরের মূল উদ্দেশ্য জ্বালানি তেলের দাম কমানোর উপায় খুঁজে বের করা এবং ব্রিটেনে সরবরাহ নিশ্চিত করা। এরপরই সৌদি আরব সফরে যান বরিস। সেখানে যুবরাজ মোহাম্মাদ বিন সালমানের সাথে বৈঠক করেন। এ সময় জ্বালানি তেলের দাম সহনীয় পর্যায়ে নিয়ে আসার আহ্বান জানান তিনি।
রাশিয়ার ওপর নিষেধাজ্ঞার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম প্রতি ব্যারেল ১৪০ মার্কিন ডলারের কাছাকাছি পৌঁছায়। প্রাকৃতিক গ্যাস উত্তোলনে বিশ্বে শীর্ষে রয়েছে রাশিয়া। তেল উৎপাদনেও দেশটি রয়েছে প্রথম সারিতে। ইউক্রেন ইস্যু ঘিরে সম্প্রতি রাশিয়া থেকে তেল আমদানির ওপর নিষেধাজ্ঞা দেয় আমেরিকাসহ ইউরোপের বিভিন্ন দেশ।
আরও পড়ুন: ইউক্রেন সেনাদের সহায়তায় এগিয়ে আসছে ব্যবসায়ী থেকে শ্রমিক
এম ই/
Leave a reply