এক গলিতেই ৩৮টি সমবায় সমিতি, প্রলোভনে পা দিয়ে প্রতারিত অনেকে

|

সঞ্চয়ী হিসাবে দেয়া হচ্ছে ১২ থেকে ১৬ শতাংশ পর্যন্ত লভ্যাংশ। স্থায়ী আমানতে দ্বিগুণ লাভ, সাথে বোনাস। গ্রাহক আকৃষ্ট করতে এসব লোভনীয় অফার। চট্টগ্রাম মহানগরীর দক্ষিণ মধ্যম হালিশহরের হিন্দু পাড়া এলাকায় গেলেই চোখে পড়বে বিভিন্ন সমবায় সমিতির এসব লোভনীয় অফারের শত শত ব্যানার, পোস্টার আর দেয়াল লিখন। পাড়ার মাত্র আধা কিলোমিটারের এক গলিতেই গড়ে উঠেছে ৩৮টি সমবায় সমিতি। এদের চটকদার প্রলোভনে পা দিয়ে প্রতারিত হচ্ছেন অনেকে।

পাওনা টাকার আশায় গেল দু’বছর ধরে ইপিজেড এলাকায় ঘুরছেন রূপসা মাল্টিপারপাস নামে একটি সমবায়ের ৪ হাজার গ্রাহক। তাদের অভিযোগ, কয়েক শত কোটি টাকা হাতিয়ে নিয়েছে সংস্থাটি। পাশের প্রাইমস্টার নামে আরেকটি সমবায় সমিতির প্রলোভনে পড়ে সর্বস্বান্ত অনেকে, টাকা ফেরত চেয়েও পাচ্ছেন না কেউ।

চট্টগ্রাম জেলা সমবায় কার্যালয়ের উপ-সহকারী নিবন্ধক মিন্টু বড়ুয়া জানান, আইন অনুযায়ী ব্যবস্থার নেয়ার কথা। সমবায় কার্যালয়ের তথ্য বলছে, গেল কয়েক বছরে শুধুমাত্র নগরীর ডবলমুরিং জোন থেকেই উধাও হয়েছে অন্তত ১৩৭টি সমবায় সমিতি। সপ্তাহ দুয়েক আগে দেড় হাজার গ্রাহকের ৩ কোটির বেশি টাকা নিয়ে লাপাত্তা ‘শ্যামা বহুমূখী সমবায় সমিতি’।

চট্টগ্রাম জেলায় মোট নিবন্ধিত ৩ হাজার ২৩৬ টি সমবায় সমিতির মধ্যে মহানগরীতে ১ হাজার ৪৫১টি, এরমধ্যে শুধু ইপিজেড, বন্দর এলাকাতেই ৮৬৪টি সমিতি।

/এমএন


সম্পর্কিত আরও পড়ুন




Leave a reply